Horoscope Today : আজ কি সত্যি আপনার ধনপ্রাপ্তি ঘটবে নাকি অনটন, রইল বিস্তারিত

0
97
horoscope

খাস প্রতিবেদন: আজ কি সত্যি আপনার ধনপ্রাপ্তি ঘটবে নাকি আর্থিক অনটন? কেমন কাটবে পারিবারিক জীবন? দাম্পত্যে কলহ নাকি প্রেম? যারা সিঙ্গেল আজ কি তাঁরা খুঁজে পাবেন নিজের মনের মানুষকে? আজ দিনভর কেমন থাকবে আপনার ব্যবসা-বাণিজ্যের হাল হকিকৎ? বাছাই করা জ্যোতিষীদের নিয়ে তৈরি আজকের রাশিফল রইল শুধুমাত্র খাসখবরের পাঠকদের জন্য৷

আরও পড়ুন: ফের নিম্নচাপের দাপট, কোথায় বৃষ্টি, কোথায় তাপপ্রবাহ রইল বিস্তারিত

- Advertisement -

মেষ রাশি (Aries): কর্মক্ষেত্রে মনোমালিন্যের সম্ভবনা। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। বিশেষ কারও সঙ্গে আজ দেখা হতে পারে৷ আর্থিক দিক থেকে লাভবান৷

বৃষ রাশি (Taurus): সংসারের বাড়তি দায়িত্বে উদ্বেগ বাড়তে পারে। বাড়িতে মনোমালিন্যের সম্ভবনা৷ পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কর্মক্ষেত্রে বা বাড়ি– সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে।

মিথুন রাশি (Gemini): কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সমস্যা থেকে মুক্তি৷ বকেয়া অর্থ প্রাপ্তির সম্ভবনা৷ প্রেমে নতুন যোগাযোগের সম্ভবনা। ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দলাভ৷

কর্কট রাশি (Cancer): আর্থিক দিক থেকে বিপুল লাভের সম্ভবনা৷ বিশেষ কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে৷ তবে পথে ঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন৷

সিংহ রাশি (Leo): আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ৷ বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। অতিরিক্ত কাজের চাপে নিতে হতে পারে। হজমের গোলমাল বা পেটের সমস্যা৷ প্রিয়জনের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন৷

কন্যা রাশি (Virgo): প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। মাথাগরম করলে বিপদ আপনার৷ শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ। আর্থিক ক্ষতির সম্ভবনা৷

তুলা রাশি (Libra): দরকারি কাজ মেটানোর জন্য দিনটি অত্যন্ত শুভ। লোভনীয় সুযোগের ফাঁদে পা না দেওয়ায় শ্রেয়। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভবনা৷ হজমের গোলমাল বা পেটের সমস্যা।

বৃশ্চিক রাশি (Scorpio): ছদ্মবেশী বন্ধু থেকে সাবধান৷ সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি। প্রেমের বিষয় নিয়ে পারিবারিক গোলযোগের সম্ভবনা৷

ধনু রাশি (Sagittarius): বিদেশ যাত্রার যোগ৷ পিতার সঙ্গে মতান্তরে মানসিক কষ্ট। দরকারি কাজ দ্রুত মেটান। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভবনা৷ বহুদিন ধরে আটকে থাকা কোনও সমস্যার দ্রুত সমাধানের সম্ভবনা৷

মকর রাশি (Apricorn ): ব্যবসায়িক কারণে বিদেশযাত্রার সুযোগ৷ প্রেমে নতুন যোগাযোগের সম্ভবনা। বহুদিনের সুপ্ত ইচ্ছা পূরণ হওয়ায় আনন্দলাভ৷ অল্পবিস্তর শারীরিক সমস্যা৷ আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভবনা৷

কুম্ভ রাশি (Aquarius): ভ্রমণের যোগ। আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ। আর্থিক বাধা দূর হয়ে যাবে৷ বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে।

মীন রাশি (Pisces): আর্থিক বাধা দূর হয়ে যাবে৷ অতিরিক্ত কাজের চাপে নিতে হতে পারে। হজমের গোলমাল বা পেটের সমস্যা৷ পথে ঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে৷

আরও পড়ুন: ঠোঁট নয়, পেটের দায়ে নাক দিয়ে বাঁশি বাজান এই তরুণ